মাত্র তিন দিনেই সিনেপ্লেক্স থেকে নেমে গেল শাকিব খানের সিনেমা

ঈদে শাকিব খানের দুটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এর মধ্যে ‘বরবাদ’ সিনেমাটি আগে থেকেই ঈদে মুক্তির তালিকায় ছিল। তবে বরবাদ-এর সেন্সর ছাড়পত্র নিয়ে যখন কিছুটা জটিলতা দেখা দেয়, তখনই দৃশ্যপটে আসে ‘অন্তরাত্মা’। হুট করেই এই সিনেমাটি ঈদে মুক্তি ঘোষণা দেওয়া হয়।

২০২১ সালের মার্চে শেষ হয় এই সিনেমার শুটিং। সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। ওয়াজেদ আলী সুমন পরিচালিত সিনেমাটি হুট করে এসেই এখন হারিয়ে যাওয়ার পথে। ঈদের তৃতীয় দিনেই দর্শক সাড়া না পাওয়ায় সিনেমাটি নামিয়ে নিয়েছে স্টার সিনেপ্লেক্স।


জানা গেছে, মুক্তির তৃতীয় দিনে সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হয়েছে শাকিব খানের ‘অন্তরাত্মা’।

দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের দুটি শাখায় মুক্তি ‘অন্তরাত্মা’। এপ্রিলের ৩ তারিখ পর্যন্ত প্রকাশিত সূচিতে বসুন্ধরা সিটি ও সনি স্কয়ারে দুটি করে প্রদর্শনী পায় সিনেমাটি। তবে দর্শকদের সাড়া না পাওয়ায় নির্ধারিত দিনের এক দিন আগেই নামিয়ে দেওয়া হয়েছে সিনেমাটি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ